মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কিশোর গ্যাংয়ের মুলহোতাসহ গ্রেপ্তার দুই

প্রকাশিতঃ ২৬ অক্টোবর, ২০২৩  

জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শেখটোলা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের মুলহোতাসহ ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তার দুইজন হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর গ্রামের মো. দুলালের ছেলে মুলহোতা মো. হাসিব (২৫) ও একইউপজেলার বড় চক দৌলতপুর গ্রামর মো. আলতাপ হোসেনের ছেলে মো. সজিব (২০)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর মারুফুল ইসলাম জানান, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার রাত ১টা ৩০মিনিটে জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, লোহার কুড়াল, স্টিলের তলোয়ার, স্টিলের পাইপ, ফেনসিডিল ও গাঁজা সেবনের কলকিসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।