মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সরকারি কমিউনিটি ক্লিনিকের পুরাতন মালামাল গোপনে হরিলুট

প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৩  

জেলা প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজারের সরকারি কমিউনিটি ক্লিনিকের পুরাতন মালামাল চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে ওই ক্লিনিকের উপ – সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার রাকিবুল ইসলামের বিরুদ্ধে। 

গত রোববার (২৫সেপ্টেম্বর)গোপনে একটি ভ্যান বোঝাই করে ওই পুরাতন মালামাল ভাঙ্গারির দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেলে এলাকাবাসী ও বাজারের লোকজন তা জব্দ করে। 

এলাকাবাসী ও সারমারা বাজারের লোকজনের কথা বলে জানা যায়, রোববার সারমারা বাজারের সরকারি কমিউনিটি ক্লিনিক থেকে একটি ভ্যান গাড়ি করে কিছু পুরাতন মালামাল নিয়ে যেতে দেখি আমারা। পরে আমাদের মনে সন্দেহ জাগে সরকারি কমিউনিটি ক্লিনিকের পুরাতন মালামাল নিয়ে কোথায় যায়। এরপর এলাকাবাসী ও বাজারের তিন – চার জন লোক ভ্যান গাড়ি লক্ষ্য করে পিছনে -পিছনে যান । তারা মালামাল ভর্তি ওই ভেনটিকে বগারচর ইউনিয়ন পরিষদের পাশে মোঃ ফারুকের ভাঙ্গারির দোকানে নিয়ে যেতে দেখে। সে সময় ভ্যান গাড়ির চালক মোঃ রফিকুল ইসলাম কে সরকারি মালামালেরের বিষয় জিজ্ঞাসা করলে সে বলে কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা তাকে এই পুরাতন মালামালগুলো ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেওয়ার জন্য পাঠিয়ে দেন।

 এবিষয়ে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আজিজুল হক বলেন, কমিউনিটি ক্লিনিকের পুরাতন মালামাল কনডেমেশন করা হবে। তার জন্য কর্মকর্তাকে পুরাতন মালামাল বকশীগঞ্জ উপজেলায় নিয়ে আসতে বলা হয়েছে। ভাংঙ্গারি দোকানে বিক্রি করার বিষয় জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে প্রমাণ পেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।