বঙ্গবন্ধু কন্যা সবসময় মানবতার পাশে আছেন : পানিসম্পদ উপমন্ত্রী
প্রকাশিতঃ ৩০ আগস্ট, ২০২৩
জেলা প্রতিনিধি: পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা সবসময় মানবতার পাশে রয়েছেন। তার অনুদানের ১ কোটি টাকা শরীয়তপুর ২ আসনে (নড়িয়া ও সখিপুর) দরিদ্র অসহায় পরিবার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে গত চার বছরে চারটি ধাপে ১৭৪ জনকে বিতরণ করা হয়েছ। তারই অংশ হিসেবে আজ ৪৮ জনকে ২১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করলাম। বঙ্গবন্ধু কন্যার নির্দেশ মতো আমরা সরকারের মন্ত্রী-এমপিরা সবসময় মানবতার পাশে রয়েছি।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরভাগা আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান মানিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।