মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে মালিকানা জমিতে জবর দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

প্রকাশিতঃ ২৯ আগস্ট, ২০২৩  

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বান্দীগর গ্রামের সেলিম রেজা ওরফে সোহাগ এর বাহিনী বিরুদ্ধে জোরপূর্বক সম্পত্তি জবরদখল করে ঘর নির্মাণের আভিযোগ।

বান্দিগর গ্রামের আব্দুল মান্নানের পৈয়ত্রিক সম্পত্তিতে সেলিম রেজা ওরফে সোহাগের বাহিনী জবরদখল করে ইটের ঘর নির্মাণ করছেন।

আব্দুল মান্নান জানান যে,আব্দুল মান্নান ও তার বড় ছেলে আল মামুন নিজেদের ভোগদখলকৃত পৈয়এিক জমিতে সেলিম রেজা সহ তার গুন্ডা বাহিনী জোর করে ইটের ঘড় নির্মানের কাজ করলে আমরা বাধা দিতে গেলে সেলিম রেজা ওরফে সোহাগসহ তার বাহিনী রড, দা, কুরাল,দিয়ে আব্দুল মান্নান ও আল মামুনকে বেধর মারপিট করেন মারপিটের ফলে, আল মামুন এর ডান চোখ গুরুতর রক্তাক্ত জখম হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হওয়ার কারণে দীর্ঘদিন চিকিৎসা থাকায় সেলিমের বাহিনী তার নির্দেশনায় ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন, আল মামুন হাসপাতালের চিকিৎসায় কিছুটা সুস্থ হলে, আব্দুল মান্নানের বড় ছেলে আল-মামুন বাদী হয়ে বরাবর ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ঠাকুরগাঁও, সেলিম রেজা ওরফে সোহাগ সহ চারজনকে বিবাদী করে একটি নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন।উক্ত মামলা নং-মিস পিটিশন- ৩৪৫/২৩, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উক্ত মামলা আমলে গ্রহণ করে, নিষেধাজ্ঞার নোটিশ ঠাকুরগাঁও সদর থানা ওসি মাধ্যমে জারী করেন, কিন্তু বিজ্ঞ আদালতের নোটিশ পাওয়া সত্ত্বেও উক্ত ভূমিদস্যু সেলিম রেজা ওরফে সোহাগ তার বাহিনীসহ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
আল মামুন বলেন যে সেলিম রেজারা খুব দৃরধ্ষ প্রকৃতির লোক,আমরা খুব আতংকে আছি প্রসাশনের কাছে সাহয্য যায়,আদালতের প্রতি আমাদের ভরসা আছে আমরা ন্যায় বিচার পাবো।