মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ কারারক্ষী ও দুজন গ্রেপ্তার

প্রকাশিতঃ ২২ আগস্ট, ২০২৩  

বিশেষ প্রতিনিধি:রাজবাড়ী ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ১৫৫টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রাজবাড়ী জেলা কারাগারে কর্মরত এক কারারক্ষীও আছেন।

রাজবাড়ীতে ৫৫টি ইয়াবা বহনের দায়ে কারারক্ষীসহ দুজনকে গ্রেপ্তার করেছে কালুখালী থানা পুলিশ। সোমবার (২১ আগস্ট) দুপুরে রাজবাড়ীর আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কালুখালী থানার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের একটি সড়ক থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন গোপালগঞ্জের কাশিয়ানি থানার খাগড়াবাড়িয়া গ্রামের মো. মহিউদ্দিন মোল্লা (৩৮) ও কালুখালী উপজেলার মাজবাড়ি গ্রামের আলহাজ শেখ (২২)। এর মধ্যে মহিউদ্দিন মোল্লা রাজবাড়ী জেলা কারাগারে কর্মরত একজন কারারক্ষী।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সুবোধ চন্দ্র বর্মনের নেতৃত্বে চালানো অভিযানে আলহাজ শেখকে ৩৫টি ও কারারক্ষী মহিউদ্দিনকে ২০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে চাঁদপুরের মতলব উত্তরে ১০০টি ইয়াবাসহ মো. মমিনুল ইসলাম ওরফে মমিন (৫০) একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত ১১টার দিকে উপজেলার ষাটনল ইউনিয়নের সটাকী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করার পর সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক মমিনুল ইসলাম মতলব উত্তর উপজেলার সুগন্ধি গ্রামের বাসিন্দা। আটকের পর মমিনুল জানান, তিনি অনেক দিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে অন্য স্থানে বিক্রি করে আসছে।

জেলা সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত সার্কেল মতলব) জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান চলমান থাকবে।