মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাংবাদিক নাদিম হত্যা: সেই চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

প্রকাশিতঃ ১৭ জুন, ২০২৩  

জেলা প্রতিনিধি:সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া বকশীগঞ্জ সাধুরপাড়া ইউনিয়নের সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে র‍্যাব।

শনিবার (১৭ জুন) সকালে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে চেয়ারম্যান বাবুসহ তিনজনকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন জানান, চেয়ারম্যান বাবুকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাকেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে ৪৫ জনকে। নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম আজ দুপুরে বকশীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মনিরা বেগম জানান, মামলায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুন দিবাগত রাতে বকশীগঞ্জ বাজারের পাথাটিয়া এলাকায় হামলার শিকার হন গোলাম রাব্বানী নাদিম। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে।