প্রেমিকার বিয়ে, মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল যুবকের
প্রকাশিতঃ ১১ জুন, ২০২৩
সাতক্ষীরার কলারোয়ায় প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হওয়ায় ক্ষোভে মাথার চুল ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করলেন আহাদ আলী সরদার (২০) নামের এক প্রেমিক।
শনিবার (১০ জুন)সকাল ১১টায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আহাদ আলী সরদার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ইলাহী সরদারের ছেলে।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সাথে একই গ্রামের এক স্কুলছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়ে যায়।এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন। ক্ষোভে, দুঃখে ও অভিমানে তিনি আত্মহনন না করে নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন। পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে তিনি শনিবার সকাল ১১টায় নিজ বাড়িতে কাজটি করেন।
আহাদ আলী সরদার বলেন, প্রেম করে ভুল করেছি। দীর্ঘ পাঁচ বছর প্রেমের সর্ম্পক থাকার পরেও আমাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেছে। বিষয়টি মেনে নিতে আমার খুব কষ্ট হয়েছে। নিজেকে সংশোধন করা ও অন্যরা যাতে কখনো প্রেমের সর্স্পর্কে না জড়ায় তার উদারহরণস্বরুপ মাথার চুল কেটে ন্যাড়া হয়ে দুধ দিয়ে গোসল করেছি।