মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শ্রীনগর থানার মোঃ আমিনুল ইসলাম 

প্রকাশিতঃ ১০ মে, ২০২৩  

জেলা প্রতিনিধি:মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম পেশাগত দ্বায়িত্ব পালনে এবারও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার কাজের সার্বিক বিষয় বিবেচনা করে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম,পিপিএম তার হাতে এ সম্মাননা স্বারক তুলে দেন।

২০২১ সালের ২৮ শে অক্টোবর মাসে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকে শ্রীনগর থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দেন। যার ফলশ্রুতিতে কাজের দক্ষতায় বিশেষ অবদান রাখায় সেরা সম্মাননা স্বারকটি লুফে নিয়েছেন তিনি।

উল্লেখ্য তিনি শ্রীনগর থানায় যোহদানের পর থেকে তার কক্ষের দরজাটি জনসাধারণের উন্মুক্ত রাখা,রক্তের প্রয়োজনীয় রোগীদের রক্তদান করে জনগনের প্রশংসা কুড়িয়েছেন ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব,আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তোফায়েল আহমেদ সরকারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।