লাইসেন্সবিহীন ইটভাটায় ৫০ হাজার জরিমানা
প্রকাশিতঃ ১০ এপ্রিল, ২০২৩
অনলাইন ডেস্ক:শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা ও নদী থেকে মাটি কেটে ব্যবহারের দায়ে ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় একটি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা ও একটি ইটভাটায় পানি ছিটিয়ে কার্যক্রম বন্ধ ও সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার (৯ এপ্রিল) সন্ধা সাড়ে ৫টার দিকে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি ও নারানপুর ইউনিয়ন এলাকায় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন বলেন, ইটভাটায় পরিবেশ অধিদফতরের নিয়ম না মেনেই নদী থেকে মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনার খবরে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকার কারণে ও নদী থেকে মাটি কাটার দায়ে মেসার্স নিউ বিসমিল্লাহ ব্রিকস প্রতিষ্ঠান চুলায় পানি দিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয় এবং নারানপুরের নিউ ন্যাশনাল ব্রিকসকে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইামুল হাফুজ নাদিম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরী) মোঃ রাসেল নোমান ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন পরিদর্শক জিএম আমির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।