শনিবার ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৬ হিজরি

জামালপুরে ফেইসবুক লাইভে এসে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিতঃ ২১ জুলাই, ২০২২  

জেলা প্রতিনিধি:জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ফেইসবুকে লাইভে এসে হানিফ পালোয়ান নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২০ জুলাই) রাত সাডড়ে দশটার সময় উপজেলা পরিষদের আবাসিক কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের সাহের পালোয়ানের ছেলে ও সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের এস এস সি-২০২২ ব্যাচের পরিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্র জানায়, নিহত হানিফ পালোয়ান ছোট থেকেই মোটরসাইকেল চালানোর ব্যাপারে ব্যাপক আগ্রহী ছিল। পুরাতন একটি মোটরসাইকেল পরিবারের পক্ষ থেকে কিনে দেওয়া হয়েছিল। কিন্তু তার শখ ছিল নতুন একটি মোটরসাইকেল কিনে চালানোর। টাকা জোগাড়ের চেষ্টা চলছিল। কিন্তু আবেগবশত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেয় ও পরে ফেইসবুকে লাইভে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে প্রতিবেশিদের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মোটরসাইকেল যোগে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হানিফ পালোয়ানের চাচা শাহীনুর রহমান বলেন, ছেলেটি বাবা-মায়ের খুবই আদরের সন্তান ছিল। যখন যা আবদার করতো তাই পূরণ করার চেষ্টা করা হতো। কিন্তু মোটরসাইকেল যেহেতু অনেক টাকার ব্যাপার তাই টাকা জোগাড় করতে বিলম্ব হওয়ায় বাবা-মার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ রাজবংশী বলেন, হানিফ পালোয়ান নামে এক শিক্ষার্থীকে রাত ১১টা ১০মিনিটের সময় মোটরসাইকেল যোগে তার পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু ছেলেটি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল মজিদ বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।