মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চেয়ারম্যান পদে নৌকা প্রতীক না পেয়ে অবশেষে মেম্বার প্রার্থী

প্রকাশিতঃ ০৯ ডিসেম্বর, ২০২১  

জেলা প্রতিনিধি:পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক না পেয়ে অবশেষে মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ি ইউনিয়নের মো. ইউসুফ আলী শেখ।

বুধবার (৮ ডিসেম্বর) মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মো. ইউসুফ আলী শেখ রাজাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে। তিনি রাজাবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী।

এ বিষয়ে মো. ইউসুফ আলী বলেন, দলের একজন কর্মী হিসেবে নৌকা প্রতীক প্রত্যাশী ছিলাম কিন্তু নৌকা পাইনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হয়ে মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। যেহেতু নৌকার মনোনয়ন অপর একজনকে দেওয়া হয়েছে, তাই দলের স্বার্থে উনার পক্ষে কাছ করবো। তবে, ওয়ার্ডবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চেয়েছেন। তাই মেম্বার পদে নির্বাচনে অংশ নিচ্ছি।