নিজের ভোটও পাননি নজরুল ইসলাম
প্রকাশিতঃ ২৯ নভেম্বর, ২০২১
জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তৃতীয় দফা ইউপি নির্বাচনে কোন ভোট পাননি রামখানা ইউনিয়নের টিউবওয়েল প্রতীকের সদস্য প্রার্থী নজরুল ইসলাম।
তৃতীয় দফায় ২৮ নভেম্বর রামখানাসহ উপজেলার ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নাখারগঞ্জ পশ্চিম রামখানা দেওয়ানটারী গ্রামের ইজ্জত তুল্ল্যার ছেলে নজরুল ইসলাম। প্রতীক পাওয়ার পর অন্য প্রার্থীর মতো প্রচারণা চালান তিনি। সবশেষে ভোটের দিন কেন্দ্রে টিউবওয়েল প্রতীকের একজন এজেন্টও ছিল। অথচ রবিবার নির্বাচন শেষে গণনা করে দেখা গেছে তিনি একটি ভোটও পাননি।
ভোটের এই ফল কোনোভাবেই মেলাতে পারছেন না নজরুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় আমি মর্মাহত। লজ্জায় বাইরে যেতে পারছি না। আমি, আমার স্ত্রী মেহরা খাতুন, বড় ছেলে মফিজুল ইসলাম, তার স্ত্রী কল্পনা খাতুন, মেজ ছেলে এনামুল হক, তার স্ত্রী ফরিদা বেগমসহ রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরা ভোট দিলে অন্তত দেড়শত থেকে দুইশত ভোট পাওয়ার কথা। সেখানে শূন্য ভোট হয় কিভাবে। আমি এটা মেনে নিতে পারছি না। রাতেই আমি সংশ্লিষ্ট অফিসে আবার ভোট গণনার আবেদন করেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, এটি আইনিভাবে মোকাবেলা করার জন্য তাকে পরামর্শ দেয়া হয়েছে।