বগুড়ায় সবজি বাগানে গাঁজা চাষ,অবশেষে গাঁজা গাছসহ চাষী গ্রেপ্তার
প্রকাশিতঃ ২১ এপ্রিল, ২০২১
জেলা প্রতিনিধি:বগুড়ার আদমদীঘিতে ২০টি গাঁজার গাছসহ ইয়াছিন আলী মণ্ডল (৬০) নামের এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত ইয়াছিন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির শালগ্রামের মৃত আজিম উদ্দীন মন্ডলের ছেলে।
মঙ্গলবার (২০ এপ্রিল)রাত ৯টার দিকে আদমদীঘি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়,ইয়াছিন আলী মণ্ডল বাড়ির পাশে সবজি জমিতে গাঁজার গাছ লাগিয়ে চাষ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় অভিযান চালিয়ে পুলিশ ওই বাগান থেকে ২০টি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সব মিলে ২০টি গাঁজার গাছ জব্দসহ চাষী ইয়াছিন আলী মণ্ডলকে গ্রেফতার করা করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।