বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বগুড়ায় ফেনসিডিলসহ আটক ৩

প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্ক প্রতিবেদক: শাজাহানপুর উপজেলায় ৮৭ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুর সদর উপজেলার দীঘল জঙ্গলপাড়ার আকবর আলীর ছেলে ট্রাকচালক মঞ্জুরুল আলম (৩৮), একই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে হেলপার বুলু মিয়া (৪২) ও ফজলুর রহমানের ছেলে নাজমুল হুদা (৩৫)।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন সোনারবাংলা৭১.কমকেAreast_198853066 জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী গমবোঝাই একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৮-৪৮৮০) ফেনসিডিল আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের সামন থেকে ট্রাকটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ট্রাকের কেবিনের নিচে বস্তাবন্দি অবস্থায় রাখা ৮৭ বোতল ফেনসিডিল জব্দ ও ট্রাকটিকে আটক করা হয়।