মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পুরোহিত হত্যার ঘটনায় রাবি শিক্ষার্থী আটক

প্রকাশিতঃ ২৪ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুরোহিত হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নাজমুস সাকিব ওরফে মুন নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আটক করা হলেও বিষয়টি আজ মঙ্গলবার প্রকাশ করা হয়।
এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক আইয়ুব আলী আজ দুপুরে আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, সোমবার বিকেলে দেবীগঞ্জ সদরের মধ্যপাড়া থেকে নাজমুস সাকিবকে আটক করা হয়। তাঁকে হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে নাজমুস সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
নাজমুস সাকিব দেবীগঞ্জ শহরের মধ্যপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে। সাকিবের বাবা আবদুল খালেক বলেন, সোমবার দুপুরে তাঁর ছেলেকে পুলিশ তুলে নিয়ে যায়। সাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন বলে জানান তিনি।