মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে পুরোহিত হত্যা মামলায় গ্রেফতার ৩

প্রকাশিতঃ ২২ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মন্দিরের পুরোহিত যজ্ঞেশ্বর রায় (৫৫) হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বাবুল (৩২), মো. খলিলুর রহমান (৬৩) ও জাহাঙ্গীর আলম (৩০)। তাদের বাড়ি দেবীগঞ্জ উপজেলায়। এদিকে পুরোহিত হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে দেবীগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করেছেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার সোনারবাংলা৭১.কমকে জানান, রবিবারের ঘটনার পর থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবি সদস্য খলিলুর ও বাবুল এবং শিবির নেতা জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে।
রোববার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে (৫৫) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকা-ের কয়েক ঘণ্টা পরে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায় পুরোহিত যজ্ঞেশ্বর রায়ের হত্যার দায় স্বীকার করেছে আইএস। কিন্তু সাইট ইন্টেলিজেন্স গ্রুপের দাবির বিষয়ে বাংলাদেশ সরকারের দ্বিমত আছে।