মাগুরায় স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা
প্রকাশিতঃ ২২ জুলাই, ২০১৯
জেলা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী রায়পাড়া এলাকায় স্ত্রী ও ১০ মাসের সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বিট্টু নামে এক যুবক। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিট্টুর স্ত্রী পুন্ন (২০) ও তার ছেলে মানব।
জানা গেছে, বিট্টু হিন্দু হলেও তার স্ত্রী পুন্ন মুসলিম হওয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করে পুন্নকে বিয়ে করেন বিট্টু। তাদের ঘরে মানব নামে ১০ মাস বয়সী এক ছেলে সন্তানও রয়েছে। তবে ধর্ম ত্যাগ করায় বিট্টুকে পরিবার থেকে মেনে নেয়নি। তাই তারা সদর উপজেলার পারনান্দুয়ালী রায়পাড়া এলাকায় ভাড়া থাকতেন। সোমবার পারিবারিক কলহের জের ধরে বঁটি দিয়ে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর নিজেও একই বঁটি দিয়ে নিজের গলায় কোপ দেন বিট্টু। তার অবস্থাও আশঙ্কাজনক।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, পারিবারিক কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। কারণ বিট্টু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। আর তার স্ত্রী পূর্নি মুসলিম ধর্মাবলম্বী ছিলেন। তারা বিয়ে করার কারণে উভয়ের পরিবার বিষয়টি মেনে নেননি। ফলে তারা মাগুরার পারনান্দুয়ালী গ্রামে বউ বাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। পুলিশি তদন্ত চলছে।