মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মোহাম্মদপুরে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিতঃ ২৩ মার্চ, ২০১৭  

মাগুরা প্রতিনিধি :মাগুরার মোহাম্মদপুর উপজেলা থেকে রবিউল ইসলাম (৩৫) ও খাদিজা বেগম (৩০) নামে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার(২৩মার্চ) সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
রবিউল ইসলাম কানুটিয়া গ্রামের হাবিবুর রহমান ছেলে ও খাদিজা বেগম সদর উপজেলার বেরইল ইউনিয়নের ছোট কলমধরী গ্রামের সুরমান মোল্লার মেয়ে।
মোহাম্মদপুর থানার এসআই সিদ্দিক জানান, প্রায় ৫ বছর আগে রবিউল ইসলামের সঙ্গে খাদিজা বেগমের বিয়ে হয়। এই দম্পতির মুনিফা নামে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়া শব্দ না পেয়ে প্র্রতিবেশীরা ঘরের জানালা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ দেখতে পান। পরে তারা থানায় খবর দেন।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’