সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্যাট দিবসে বিশেষ সেবা কেন্দ্র চালু

প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ায় ভ্যাট দিবস উপলক্ষে ব্যবসায়িদের জন্য বিশেষ সেবা কেন্দ্র চালু করা হয়েছে। পৌর এলাকার নিউ মার্কেটে এ সেবা কেন্দ্র চালু করা হয়। এ কেন্দ্রের মাধ্যমে ব্যবসায়িরা নতুন নিবন্ধন, তথ্য সংশোধন, রিটার্ন জমা দেওয়া এবং ভ্যাট সম্পর্কিত অন্যান্য সেবা পাবেন।

এদিকে ‘ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে’ শ্লোগানে দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতায় সায়মা তাবাসুম প্রথম, জান্নাতুল মাওয়া দ্বিতীয়, আফরিন জামান তাহা তৃতীয় স্থান অর্জন করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ ইমরান হোসেন ও রাজস্ব কর্মকর্তা মংসাচিং মারমা।