মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধা না হয়েও যারা তালিকাভুক্ত হয়েছেন তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন’

প্রকাশিতঃ ০২ ডিসেম্বর, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আযম (বীরপ্রতীক) বলেন, ‘মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও যারা তালিকাভুক্ত হয়েছেন তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।’ 

রোববার (১ নভেম্বর)দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে উপদেষ্টা ফারুক-ই-আযম বলেন, ‘আমরা সংস্কার থেকে নির্বাচন, সবটাই সম্পন্ন করব।এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচনে যাবে সরকার।’

এর আগে উপদেষ্টা কসবার কোল্লাপাথরে অবস্থিত শহীদদের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসেন। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

সেখানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসেন ও কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।