সীমান্ত পাড়ি দিয়ে ভারত যাওয়ার চেষ্টা, মা-ছেলে আটক
প্রকাশিতঃ ২৬ নভেম্বর, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় মা-ছেলেকে আটক করেছে বিজিবি। রোববার (২৪ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সস্তামোড়া এলাকায় সীমান্তের মাত্র ১০ গজ ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাইকপাড়ার সুমন দেবনাথের স্ত্রী সম্পা দেবনাথ (৩৮) ও তার ছেলে রাতুল দেবনাথ (১৯)।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সম্পা দেবনাথের স্বামী ভারতের আগরতলায় রয়েছেন। তার কাছে ছেলেসহ সম্পা অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে যেতে চাচ্ছিলেন। এসময় তাদের দুজনকে ধর্মঘর বিওপির টহল দল আটক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।