বৃহস্পতিবার ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. ইউনূসকে সিপিজের চিঠি

প্রকাশিতঃ ১২ নভেম্বর, ২০২৪  

সোনার বাংলা ৭১ ডেস্ক: বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। সিপিজের ওয়েবসাইটে সোমবার (১১ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ড. ইউনূসকে লেখা চিঠিতে সাংবাদিকদের হয়রানি না করাসহ বিভিন্ন পরামর্শও তুলে ধরা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে চিঠিটি লিখেছেন সিপিজের প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ।চিঠিতে তিনি বাংলাদেশের সংবাদপত্রের ক্ষেত্রে মৌলিক অধিকার সমুন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি লিখেছেন, আন্তর্জাতিক চুক্তিতে মানবাধিকারের যেসব বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, সেসব বিষয়ে অন্তর্বর্তী সরকার যেন পদক্ষেপ নেয়। 

সাংবাদিকদের কাজের প্রতিশোধ নিতে তাঁদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে সিপিজের চিঠিতে। ‘আওয়ামীপন্থী’ যে সাংবাদিকদের আটক করা হয়েছে, তাঁদের বিচারের ক্ষেত্রে মৌলিক মানবাধিকার নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের মতো আওয়ামীপন্থী চারজন কারাবন্দি সাংবাদিকের বিচারিক কাজে যেন মানবাধিকার নিশ্চিত করা হয়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে লক্ষ রাখতে হবে। 

এ ছাড়া সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ওপর হামলার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সিপিজে। বিশেষ করে ২০২৪ জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সাংবাদিক হাসান মেহেদী ও মোহাম্মদ তুরাবের ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে। আলোচিত সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের সুষুম তদন্ত নিশ্চিত করে সঠিক বিচার সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সাংবাদিকদের ওপর আইন প্রয়োগকারী সংস্থার অযাচিত নজরদারি ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিজের প্রধান। অন্তর্বর্তী সরকারের প্রধানকে জোডি গিন্সবার্গ আরো কয়েকটি বিষয়ে নজর দেওয়ার অনুরোধ জানান। সেগুলোর মধ্যে রয়েছে প্রেস অ্যাক্রেডিটেশন পুনর্নবায়ন করা, যাতে সাংবাদিকদের ওপর অযাচিত কোনো বিধি-নিষেধ থাকবে না। বিদেশি সাংবদিকদের ভিসার ওপর যেন কোনো নিয়ন্ত্রণ না থাকে সে দিকেও নজর দিতে ড. ইউনূসকে আহ্বান জানান জোডি গিন্সবার্গ।