‘অপরাধীদের পক্ষে কোনো তদবিরবাজদেরও ছাড় দেয়া হবে না’
প্রকাশিতঃ ১২ নভেম্বর, ২০২৪
জেলা প্রতিনিধি, কোনো দুষ্কৃতকারীর পক্ষে তদবির করা সহ্য করা হবে না। বরং তদবিরবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মৌলভীবাজার জেলায় ৫ই আগস্টের পর থেকে যত মামলা মোকদ্দমা হয়েছে এবং বিভিন্ন ভাবে যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হলে ওদের জন্য কেউ কেউ তদবির করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন অপরাধীর পক্ষ হয়ে কথা বলাও অপরাধ। তাই সেই সকল তদবিরবাজদেরও ছাড় দেয়া হবে না। ৫ই আগস্টের পর ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত অথবা এজাহারের বাহিরেও যারা সন্ত্রাসী ও অপরাধমূলক কাজে জড়িত বলে প্রমাণ রয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। কারও কোনো তদবির আমলে নেয়া হবে না।
রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপরোক্ত কথা বলেন তিনি। জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন’র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ’র সঞ্চালনায় পুলিশ সুপার আরো বলেন, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু তারা সরে যায়নি। এখানে তাদের ব্যবসা-বানিজ্য আছে। প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, ফেসবুকে নানা গুজব ছড়ানো হচ্ছে। আমাদের আরও সচেতন হতে হবে।
তিনি বলেন, প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে যত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয় তা আমরা করেছি ও করবো। মৌলভীবাজার জেলাকে একটি ক্লিন জেলা হিসেবে জানান দিতে চাই। এই জেলার মানুষ অত্যন্ত নম্র,ভদ্র এবং শান্তিপ্রিয়। পুলিশ সুপার বলেন, অনেক জায়গায় পুলিশি কার্যক্রম এখনো পুরোদমে সচল হতে পারেনি। কিন্তু আমাদের মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা সচল হয়েছে। সার্বিক পরিস্থিতিও ভালো। আমাদের পুলিশ বাহিনী রাতের আঁধারেও মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে। তিনি সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, শীত মৌসুমে ডাকাতির প্রবণতা বেড়ে যায়। তাই এই সময়টাতে জেলাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান। জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় জেলা ও উপজেলার সরকারি নানা দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ নানা শ্রেণি ও পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।