সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় বিষ্ফোরক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার ৪

প্রকাশিতঃ ০৯ নভেম্বর, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় চার জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের হামিদুল ইসলাম, এরশাদুল ইসলাম, ঘোলখার গ্রামের তামিম মিয়া এবং ছতুরাশরীফ গ্রামের শাহাব উদ্দিন খন্দকার। আটককৃতদের মধ্যে তিনজন বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা ও একজন ডাকাতি মামলায় আটক দেখানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর আখাউড়া থানায় দায়ের হওয়া একটি মামলায় তদন্তে প্রাপ্ত তিন আসামীকে ভোরে আটক করা হয়েছে। অপর একটি অভিযানে আখাউড়া থানার ডাকাতি মামলার আসামী শাহাব উদ্দিন খন্দকারকে ছতুরাশরীফ থেকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আবুল হাসিমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।