সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

প্রকাশিতঃ ০৪ নভেম্বর, ২০২৪  



জেলা প্রতিনিধি,

পঞ্চগড় জেলা শহরকে যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

সোমবার সকাল থেকে চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়কের যে অংশটুকু সড়কের মধ্যে পড়েছে সেখানকার অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও নিরপদ করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে জেলা প্রশাসন। সকালে উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের যানজট কমাতে প্রাথমিক পর্যায়ে চৌরঙ্গী হতে বানিয়াপট্টি ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা ৩ নভেম্বরের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেয় জেলা প্রশাসন। বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। এরই মধ্যে অনেকে তাদের স্থাপনা সরিয়ে নিলেও সোমবার সকাল থেকে বাকি স্থাপনাগুলো উচ্ছেদে কাজ শুরু করে জেলা প্রশাসন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, আমরা পঞ্চগড় শহরকে সুশৃংখল-যানজটমুক্ত শহর বিনির্মানের লক্ষে ইতোমধ্যে শহরবাসীকে সাথে নিয়ে অনেকগুলো কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত রাস্তার দু’ধারে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে তা আমরা চিহ্নিত করেছি।

এ সকল চিহ্নিত অবৈধ স্থাপনা উচ্ছেদে আমরা আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে জেলা শহরের অন্যান্য স্থানের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে। আমরা আশা করছি এখন সড়কটি অনেক প্রশস্ত হবে এবং যানজট অনেকটাই কমে আসবে। উচ্ছেদ করা জায়গায় আবার কেউ যেন অবৈধ স্থাপনা নির্মান করতে না পারে এ জন্য শহরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।