সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

প্রকাশিতঃ ৩০ অক্টোবর, ২০২৪  

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসিম কুমার পালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত সোমবার রাতে ফাউন্দাউকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। নাসিরনগর থানা পুলিশ অসিম কুমারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠানের দায়ের করা একটি মামলায় অসিম কুমারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ, মামলা ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ই আগস্টের পর থেকে উপজেলা ও ইউপি আওয়ামী লীগের অনেক নেতাই আত্মগোপনে চলে গেছেন। বিশেষ প্রয়োজনে মাঝে মধ্যে অনেককে বেরিয়ে আসতে দেখা গেছে। গত ৪ঠা আগস্ট  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ের পাশে অসিম কুমারসহ অন্য আসামিরা নানা ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিল ও সমাবেশে হামলা চালায়। ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বোমার স্প্লিন্টারের আঘাতে অনেকেই গুরুতর আহত হয়। এ সময় আসামিরা বিএনপি’র কার্যালয়ে ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। তারা প্রায় ১৫-২০টি মোটরবাইকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় গত ১লা সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার আবেদন করেন। মামলায় স্থানীয় সাবেক সংসদ সদস্য এস.এ.কে একরামুজ্জামান সুখন, বিএম ফরহাদ হোসেন সংগ্রামসহ ১১৮ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামির সংখ্যা ২০০-৩০০ জন। আদালত ওই মামলাটি নথিভুক্ত করতে নাসিরনগর থানাকে নির্দেশ দেন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাদের অসিম কুমার পালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠানের বিস্ফোরক আইনের মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।