সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আখাউড়া সীমান্ত থেকে আড়াই কোটি টাকার ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ

প্রকাশিতঃ ২৬ অক্টোবর, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ৫ হাজার ২৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি।

শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা এলাকা থেকে এগুলো জব্দ করা করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ২ কোটি ৬৩ লক্ষ টাকা। ৬০ বিজিবি থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০ টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর মোগড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া সীমান্তের বাউতলা এলাকা থেকে ৫ হাজার ২৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ২ কোটি ৬৩ লক্ষ টাকা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

৬০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বিষয়টি সোনার বাংলা৭১.কমকে নিশ্চিত করেছেন।