মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আখাউড়া সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশ সময় দুই ভারতীয় নাগরিক আটক

প্রকাশিতঃ ১২ অক্টোবর, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার বাউতলা এলাকা থেকে বিজিবি তাদেরকে আটক করে।

আটকরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার মান্নান মিয়ার ছেলে মুন্না মিয়া (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হবে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, আটকরা অবৈধ পথে বাংলাদেশে আসেন। ব্যক্তিগত কাজে তারা বাংলাদেশে এসেছেন বলে বিজিবিকে জানিয়েছেন তারা। পরে তাদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।