মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পূজা উপলক্ষে সাত দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

প্রকাশিতঃ ১১ অক্টোবর, ২০২৪  

বিশেষ প্রতিবেদক,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে সাত দিন। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেছার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দরের ব্যবসায়ী সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শনিবার (১৩ অক্টোবর) পর্যন্ত ৪ দিন আখাউড়া স্থল বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৬ ও ১৭ অক্টোবর ২ দিন আমদানী-রপ্তানী বন্ধ থাকবে। পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও যথারীতি বন্ধ থাকবে। মধ্যে ১৪ ও ১৫ অক্টোবর আমদানী-রপ্তানী কার্যক্রম হবে। আগামী ১৯ অক্টোবর শনিবার সকাল থেকে এ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হবে।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী এ স্থলবন্দর দিয়ে বরফায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট, ভোজ্যতেল, তুলা ও বিভিন্ন খাদ্য সামগ্রী ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানী হয়।