মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আখাউড়ায় ভারতীয় বিপুল শাড়ি-ক্রিমসহ চোরাকারবারী আটক

প্রকাশিতঃ ০৪ অক্টোবর, ২০২৪  

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আফজাল হোসেন জুম্মান (৩৪) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। এসময় তার বাড়ি থেকে ২৭৯ পিস ভারতীয় শাড়ি, ৭৫০ পিস রং ফর্সাকারী ক্রিম, ২টি ল্যাপটপ ও ২টি মোবাইল উদ্ধার করেছে।

বুধবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মুখলেছুর রহমানের পুত্র। অভিযানকালে জুম্মানের বাড়ি থেকে দেশীয় ২টি চাকু ও ১টি দা জব্দ করা হয়। 

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ আব্দুল হাসিমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,আটক জুম্মানের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাকে আদালতে পাঠানো হয়েছে ।