সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জমি নিয়ে বিরোধে মা-ছেলেকে হাতুড়িপেটা

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪  



নিজস্ব
প্রতিবেদক,

জমি নিয়ে বিরোধের জের ধরে যশোরের ঝিকরগাছার শ্রীরামপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়েছেন ফাতেমা বেগম (৬৬) ও তার ছেলে গোলাম মওলা (৩২)। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, ঘটনাটি তারা শুনেছে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহত গোলাম মওলা বলেন, গ্রামে আমাদের চার বিঘা জমি নিয়ে প্রায় ৩০ বছর ধরে একই এলাকার মহসিন, নজরুল ও রুবেলদের বিরোধ ছিল। ওই জমিতে পুকুর রয়েছে যেখানে আমার বড় ভাই গোলাম কিবরিয়া মাছ চাষ করেন। ৫ আগস্টে পট পরিবর্তনের পর প্রতিপক্ষরা ওই জমি দখল নেয়ার চেষ্টা করে।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয়। তারা আমার ভাই ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম কিবরিয়াকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা গেট ভেঙে ঘরের ভেতর ঢুকে আমাকে ও মাকে হাতুড়ি এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় কিন্তু তারা যশোরের রেফার করে।

গোলাম মওলা বলেন, বৃহস্পতিবার ১২ বারোটার দিকে আমাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।হামলাকারীরা কারা জানতে চাইলে তিনি বলেন, তারা মূলত দুর্বৃত্ত; এখন বিএনপি সেজেছে।

জেনারেল হাসপাতালের আরএমও বজলুর রশিদ টুলু বলেন, আহত গোলাম মাওলার মাথা, পিঠ, কোমর সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পেটানো হয়েছে। তার মাকেও মারপিট করা হয়েছে। তবে দুজনই এখন আশঙ্কামুক্ত।

ঝিকরগাছা থানার ইন্সপেক্টর ইব্রাহিম আলী বলেন, রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। জমিজমা নিয়ে মেম্বার গোলাম কিবরিয়ার সাথে ঝামেলার সূত্র ধরে এই মারপিটের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।