সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্ষণের বিচার চাওয়ায় হুমকি, মামলা তুলে নিতে চাপ

প্রকাশিতঃ ০৫ সেপ্টেম্বর, ২০২৪  

বিশেষ প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর পাড়ে একা পেয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর বাবা গত ২১ আগস্ট মামলা করায় তাকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে আসামীদের বিরুদ্ধে। মামলার পর থেকে নিরাপত্তাহীনতায় রয়েছেন বাদী ও তার পরিবার।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় আমাসীরা হলেন উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দেওরত গ্রামের ছফিল মিয়ার ছেলে খালেক মিয়া ও মাখন মিয়ার ছেলে মাছুম মিয়া।

মামলার বাদী অভিযোগ করেন, ভোক্তভুগী ওই শিশুটি তার দাদীর পালিত হাঁস খোঁজতে বাড়ির পাশে পুকুরপাড়ে যায়। সেখানে বসে আগে থেকেই মাদক সেবন করছিলেন মো.খালেক মিয়া (২৬) ও মো. মাসুম মিয়া (২০)। তখন ওই শিশুকে একা পেয়ে গামছা দিয়ে মুখ বেধে ধর্ষণ করে তারা। ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে গত ২১ আগস্ট ওই শিশুর বাবা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে শুরু হয় বাদীর উপর আসামীদের অত্যাচার। মামলা তুলে নিতে ভোক্তভুগী পরিবারকে দেওয়া হচ্ছে হুমকি।

মামলার বাদী ও ভোক্তভুগী ওই শিশুর পিতা বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি। আসামীরা মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। ভয়ে বাড়ি থেকে বের হতে পারছিনা। আসামীরাও গ্রেফতার হচ্ছে না।

এব্যাপারে অভিযুক্ত মাসুম মিয়ার পিতা মাখন মিয়া বলেন, আমরা কাউকে হুমকি দেইনি। আমাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। তবে হুমকির বিষয়টি আমি জানি না। হুমকি প্রদানের ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।