সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

প্রকাশিতঃ ০৩ সেপ্টেম্বর, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠ। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের শহীদ ইমরান চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এম.এ হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম বশিরউদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নূরে আলম সিদ্দীকি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য এ্যাড এ কে এম কামরুজ্জামান মামুন।

এছাড়াও এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য মো.শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য আমিরুল হোসেন চকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.আলী আজম চৌধুরী ও জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বন্যায় নিহত ও ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপজেলা সদরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়কে শোভাযাত্রায় বের হন উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।