সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দখলবাজি করলে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে’ শাহাদত হোসেন সেলিম

প্রকাশিতঃ ১৬ আগস্ট, ২০২৪  

সোনার বাংলা ৭১ ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনাসহ তাদের দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল দিনব্যাপী রামগঞ্জে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শত শত মোটরসাইকেলযোগে রামগঞ্জ টাওয়ারের সামনে এসে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ১২ দলীর জোটের অন্যতম শীর্ষ নেতা শাহাদত হোসেন সেলিম। তিনি বলেন, ছাত্র-জনতার হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় এসেছে। রাজপথে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। ছাত্র-জনতার রক্তে আজ বাংলাদেশে স্বৈরশাসক মুক্ত। তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করতো ক্ষমতা চিরস্থায়ী। আমরা এটা বিশ্বাস করি না। ক্ষমতার দম্ভে কারো প্রতি অবিচার করলে বিএনপির নীতি জিরো টলারেন্স।

কারো প্রতি আঘাত করা যাবে না। কোনো দখলবাজি করা যাবে না। দখলবাজি করলে শহীদের রক্তের সাথে বেইমানি হবে। রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহম্মেদের সঞ্চালনায় কর্মসূচিতে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম, লিয়াকত উল্যাহ, রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান ভিপি বাহার, পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামান, সদস্য সচিব এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পিন্টু।