সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষ, দুই সহোদরসহ নিহত ৩

প্রকাশিতঃ ১০ জুলাই, ২০২৪  

অনলাইন ডেস্ক:গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই ) সন্ধ্যা ৬ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত জামানের দুই ছেলে নাহিদ (২০) ও জাহিদ (২৭) এবং পূর্ব নাসিরাবাদ গ্রামের জুইলান মিয়া ছেলে শাকিল মিয়া (২২)।

গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, গোবিন্দগঞ্জমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নাহিদ ও জাহিদ নিহত হয়।

ঘোড়াঘাটের ওসমানপুর হাসপাতালে নেওয়ার পথে শাকিল মিয়া মারা যায়। ট্রাকটি আটক করেছে পুলিশ।