সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাদক বিক্রির টাকা ও ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার

প্রকাশিতঃ ১০ জুলাই, ২০২৪  

অপরাধ প্রতিবেদক, যশোরের মনিরামপুরে মাদক বিক্রির দায়ে হাবিবুর রহমান হাবি (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার হেলাঞ্চি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় পুলিশ হাবিবুরের কাছ থাকা ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করেছে বলে দাবি করেছে ডিবি। 

মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি এই তথ্য জানিয়েছে।

হাবিবুর রহমান ওই গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় খেদাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম জিন্নাহর ছোট ভাই।

ডিবির উপপরিদর্শক (এসআই) রাজেশ দাস বলেন, মঙ্গলবার দুপুরে ইয়াবা বিক্রির উদ্দেশে বাড়ির সামনে অবস্থান করছিলেন হাবিবুর রহমান। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে ধরে ফেলি।

এরপর হাবিবুরের হেফাজতে থাকা ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এসআই রাজেশ আরো বলেন, এই ঘটনায় বিকেলে মনিরামপুর থানায় মামলা হয়েছে। এরপর তাকে আদালতে হাজির করা হয়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের ভাষ্য, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় হাবিবুর রহমান হাবি গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে হেলাঞ্চি ভোটকেন্দ্রের বাইরে সাবেক ইউপি সদস্য সাধন বিশ্বাসকে প্রকাশ্যে কুপিয়ে আহত করেছিল। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা বিচারাধীন।
এ ছাড়া হাবি দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জিন্নাহর ভাই হওয়ায় এলাকায় কেউ হাবির বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না।