সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পালালো ওয়ারেন্টভুক্ত আসামি

প্রকাশিতঃ ১০ জুলাই, ২০২৪  

 অনলাইন ডেস্ক: নওগাঁর পোরশার উপজেলায় আলম হোসেন (৩০) নামের  ওয়ারেন্টভুক্ত এক আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে।  

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরের দিকে ঘটনাটি ঘটে। পলাতক আসামি আলম হোসেন পোরশা উপজেলার নিতপুর জেলেপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

উপজেলার নিতপুর গ্রামের বাসিন্দা নাহিদ জানান, গতকাল সোমবার আলমকে তার বাড়ি থেকে আটক করে পোরশা থানা পুলিশ। এরপর আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করার জন্য যাত্রীবাহী বাসে করে নওগাঁ উদ্দেশ্যে দুই পুলিশ সদস্য রওনা হয়। বাসটি দুপুর দেড় টার দিকে মহাদেবপুর সদরে থামলে ওই দুই পুলিশ সদস্য আসামি আলমকে বাসের সিটে রেখে চা খেতে নামেন। এসময় সুযোগ পেয়ে আলম বাস থেকে নেমে পালিয়ে যায়। তবে এগুলো তথ্য আমরা বিভিন্ন মানুষের মুখে শুনে জানতে পেরেছি। এ বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করে তাদের মন্তব্য পাওয়া যায়নি বলেও জানান নাহিদ।  

বিষয়টি নিয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করলে আসামি পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। তবে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন ওসি।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও একাধিকবার ফোন দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।