সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৪ টি সীসা কার্তুজসহ হত্যা মামলার আগামী গ্রেফতার

প্রকাশিতঃ ০৮ জুলাই, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪টি সীসা কার্তুজসহ (লীডবল) সাইজ উদ্দিন কবির (৩৯) নামে একজনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ।

শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সাইজ উদ্দিন পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাহেরবালি গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ২টার দিকে পুলিশের উপপরিদর্শক মোঃ নূরে আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায় নাসিরনগর থানা পুলিশ।

সেসময় ভলাকুট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কান্দি গ্রামের মোঃ সাইজ উদ্দিন কবির এর বসত ঘরে অভিযান চালিয়ে মোঃ সাইজ উদ্দিন কবিরকে আটক করা হয়। সেসময় তার দেয়া তথ্যমতে পুলিশ ৪ টি সীসা কার্তুজ (লীডবল) উদ্ধার করে।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,আসামীর বিরুদ্ধে নাসিরনগর থানায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ আগেরও ৩টি মামলা রয়েছে।