সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশিতঃ ০৫ জুলাই, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক,দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাকচালকসহ চারজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বেলা ২টা ১৫ মিনিটে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টিশনের সন্নিকটে শিবনগর ইউনিয়ন পরিষদ রাস্তার মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নসিমন চালক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পারইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিনহাজুল (৩৮) ও একই এলাকার গরু ব্যাবসায়ী আমান (৪৫)।

নিহতরা হলেন- নসিমন চালক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পারইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিনহাজুল (৩৮) ও একই এলাকার গরু ব্যাবসায়ী আমান (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায় আমবাড়ী হাট থেকে ছেড়ে আসা একটি গরুবাহী নসিমনের সাথে দিনাজপুরগামী (ঢাকা মেট্র-ট-১৮-৯৩৮৮) একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নসিমন চালক মিনহাজুল ও গরু ব্যবসায়ী আমানের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা আহত ও নিহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ কামাহ তমালও সহকারী কমিশনার (ভূমি)মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে ফুলবাড়ী থানায় একটি সড়ক দুর্ঘটনার মামলা দায়ের করা হচ্ছে। লাশগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।