মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অটোরিকশা উল্টে আ.লীগ নেতার মৃত্যু

প্রকাশিতঃ ০১ জুলাই, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশা উল্টে আহাদ মিয়া (৭০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার মাঝিকাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পৌরসভার আলীয়াবাদ এলাকার বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।  

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহাদ মিয়া নামে একজন মারা যাওয়ার খবর শুনেছেন।’

 জানা যায়, শনিবার রাতে আহাদ মিয়া নবীনগর থেকে আলীয়াবাদ বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় তাকে বহনকারী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহাদ মিয়াকে উদ্ধার করেছে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাতিজা জুয়েল সোনার বাংলা৭১.কমকে জানান, সড়ক দুর্ঘটনায় আহাদ কাকা আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। 

এ দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল প্রবীণ আওয়ামী লীগে নেতা আহাদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।