ভারতে পাচারের সময় অল্পের জন্য রক্ষা পেল মাদরাসাছাত্র
প্রকাশিতঃ ২৯ জুন, ২০২৪
জেলা প্রতিনিধি,অল্পের জন্য ভারতে পাচারের হাত থেকে রক্ষা পেল যশোরের মনিরামপুরের মাদরাসাছাত্র নুরুজ্জামান (১০)। তাকে চিপস খাইয়ে পাচারকারিরা বেনাপোল চেকপোস্টে নিয়ে আসে পাচারের উদ্দেশে। বেনাপোল বন্দরের ট্রাফিক পরিদর্শক নাহিদের বুদ্ধিমত্তায় শিশু নুরুজ্জামান রক্ষা পেলেও লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী চক্র।
আজ শুক্রবার (২৮ জুন) সকালে বেনাপোল চেকপোস্ট এলাকায় এ ঘটনাটি ঘটে।
উদ্ধারকৃত শিশু নুরুজ্জামানের বাড়ি মনিরাম উপজেলার ঢাকুরিয়া গ্রামে। তার পিতার নাম জিল্লুর রহমান।
শিশু নুরুজ্জামান জানান, মনিরামপুর বাজারে ঘোরাঘুরির সময় একলোক তাকে চিপস খেতে দেয়। এরপর আর সে কিছু জানে না।
বেনাপোল নিয়ে এসে তাকে প্যাসেঞ্জার টার্মিনালের বারান্দায় দাঁড় করিয়ে পাচারকারীরা সরে পড়ে।
ট্রাফিক পরিদর্শক নাহিদ হাসান, এপিবিএন পরিদর্শক বাদল, চিফ সিকিউরিটি অফিসার (পিমা) মনির হোসেন তাকে উদ্ধার করেন। পরে তার বাবা-মাকে খবর দেওয়া হয়। বাবা-মা আসার পর তাদের হাতে তুলে দেওয়া হয়।