মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নবীনগর পৌর মেয়রের পদত্যাগ দাবি

প্রকাশিতঃ ২০ জুন, ২০২৪  

বিশেষ প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার সদরের জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাসের পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে নবীনগর পৌরসভার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নবীনগর পৌরসভা প্রথম শ্রেণির মর্যাদার। অথচ মাসের পর মাস পানির নিচে তলিয়ে থাকে পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের পদ্মপাড়া ও বিজয় পাড়ার রাস্তাগুলো। পানি জমে জলাবদ্ধতা তৈরি হওয়ারও কারণে শিক্ষার্থীরাসহ হাজারো এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। একইসাথে জলাবদ্ধতার কারণে পানিবাহিত রোগ দেখা দিয়েছে।

মানববন্ধনে অংশ নেয়া ওই এলাকার বাসিন্দা মাসুম জানান, এই এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষে একটি পাকা ড্রেইনের করার জন্য পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাসের কাছে একাধিকবার যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি। আমরা বাধ্য হয়েছি মানববন্ধন কর্মসূচি পালন করতে। নাগরিক অধিকার,জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার সুবিধা দিতে ব্যর্থ হওয়ায় পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাসের পদত্যাগ দাবি করছি এবং এ এলাকার জনগণের দুর্ভোগ লাঘবে জনতার এমপি ফয়জুর রহমান বাদল মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস বলেন, জায়গার সমস্যার কারণে ড্রেনের কাজ করা যাচ্ছে না। তারপরও দ্রুত এই জলাবদ্ধতা নিরসন করার জন্য আমরা কাজ শুরু করতে পারব বলে আশা করছি।

পদত্যাগের দাবির বিষয়টি এড়িয়ে গিয়ে শিব শংকর দাস বলেন, নবীনগর হেফাজতের আমিরের ছেলে মাসুম আমার ঋষি সম্প্রদায় নিয়ে অশালীন বক্তব্য দিয়েছে। সে নাকি আবার যুবলীগের নেতা। সে যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি করছি।