গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ
প্রকাশিতঃ ১৩ জুন, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলার ১৩টি ইউনিয়নের ৫০জন গ্রাম পুলিশের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১০ জন মহিলা ও ৪০ জন পুরুষ রয়েছেন।
গত বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দেয়া বাই সাইকেল করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুল হক ভূইয়া।
বাই সাইকেল পাওয়া একাধিক গ্রাম পুলিশ সদস্য জানান, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশের কাজ আরো গতিশীল হবে। সময় বাচঁবে এবং ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রæত পৌঁছে দিতে পারবেন।