সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাতের অন্ধকারে কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি

প্রকাশিতঃ ০৯ জুন, ২০২৪  



জেলা প্রতিনিধি

পাবনা সুজানগর উপজেলার চিনাখরা কেন্দ্রীয় গোরস্থান থেকে রাতের অন্ধকারে কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরি হয়েছে। শুক্রবার (৭ জুন) রাতে কোন এক সময়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার (৮ জুন) দুপুরে পরিচ্ছন্ন কর্মীরা কবরস্থান পরিস্কার করার সময় দেখতে পান কয়েকটি কবর খোড়া। বিষয়টি সাথে সাথে তারা কবরস্থান কমিটিকে জানান। এরপর থেকে কবরস্থানে ভিড় করতে থাকেন স্বজনরা ।

সুজানগর থানার ওসি জালাল উদ্দিন বলেন, শুক্রবার (৭ জুন) রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।