সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক গ্রেপ্তার

প্রকাশিতঃ ০৭ জুন, ২০২৪  

জেলা প্রতিনিধি, গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহজাহান আলী (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির সময় বৃহস্পতিবার উপজেলার নাকাইহাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা শুক্রবার গোবিন্দগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তার শাহজাহান নীলফামারীর সৈয়দপুর উপজেলার গার্ডপাড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি বগুড়ার আদমদিঘি উপজেলার ঢেকড়া গ্রামে বসবাস করেন। সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বলেন, উপজেলার পাটোয়া গ্রামের জয় চন্দ্র বর্মণ প্রশিক্ষণপ্রাপ্ত ডিপ্লোমাধারী দন্ত চিকিৎসক। নাকাইহাটে বর্মণ’স ডেন্টাল কেয়ার নামে দন্ত চিকিৎসালয় আছে তাঁর।

বৃহস্পতিবার জয় চন্দ্রের চিকিৎসালয়ে এসে নিজেকে উপসহকারী রংপুর বিভাগীয় ম্যাজিস্ট্রেট পরিচয় দেন শাহজাহান আলী। দন্ত চিকিৎসার যন্ত্রপাতি অপরিষ্কার বলে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তিনি। টাকা না দিলে জরিমানা করে দোকান সিলগালা করারও হুমকি দেন। এ সময় জয় চন্দ্র সিভিল সার্জনের কার্যালয়ে ফোন করে বিষয়টি জানালে তারা কোনো ম্যাজিস্ট্রেট কিংবা অন্য কোনো দল রংপুর থেকে আসেনি বলে জানান। 

পুলিশের এ কর্মকর্তা জানান, একপর্যায়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া শাহজাহান পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করে। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর দিলে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ীসহ চিকিৎসা কেন্দ্রে জরিমানার নামে প্রতারণা করে আসছেন।

ইতোপূর্বে শাহজাহান নীলফামারীতে অর্থ আত্মসাৎ করেছিলেন জানিয়ে সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বলেন, ভুয়া পরিচয়ে অর্থ আত্মসাতের বিষয়ে তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা আছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম শাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।