সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উপজেলা পরিষদ নির্বাচন”ভোটের আগের রাতে গোপন প্রচারণা, দুই চেয়ারম্যান প্রার্থীর প্রাইভেটকার আটক

প্রকাশিতঃ ২১ মে, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জের ঘিওরে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের আগের রাতে আচরণবিধি লংঘন করে গোপনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুই চেয়ারম্যান প্রার্থীর প্রাইভেটকার আটক করেছে পুলিশ।

সোমবার ( ২০ মে) রাত সাড়ে ১১ দিকে উপজেলার বালিয়াখোঁড়া ইউনিয়নের জোকা এলাকায় নির্বাচনী আচরণবিধি লংঘন করে ব্যক্তিগত প্রাইভেটকারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমানের গাড়ি আটক করে স্থানীয় জনতা।

সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে । একই স্থান থেকে শালিক প্রতীকের আরেক চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনি’র প্রাইভেটকারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফলে নানা সমালোচনার জন্ম দিয়েছে। সেই ভিডিওতে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনির এক কর্মীকে বলতে দেখা যায়, কাপ-পিরিচ প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের আপন ভাই পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে টাকার বিনিময়ে ভোট কেনার জন্য এসেছেন। তাদেরকে স্থানীয় জনতা আটক করেছে। তাদের সাথে অস্ত্রও রয়েছে।‌ তবে সেই ভিডিওতে টাকাও অস্ত্রের কথা অস্বীকার করতে দেখা গেছে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদকে।

এ বিষয়ে জানতে চাইলে, পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায় ।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, নিয়ম ভেঙে ভোটের আগের রাতে কাপ-পিরিচ প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের আপন ভাইসহ কয়েকজন প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে । খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত গাড়ি আটক করা হয়। একই স্থান থেকে শালিক প্রতীকের অপর চেয়ারম্যান প্রার্থী মাহাবুর রহমান জনির গাড়িও আটক করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম জানান, আচরণবিধি লংঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীর গাড়ি জব্দ করে পুলিশ থানায় নিয়ে গেছে । তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।