ক্লিনিকের খরচ জোগাতে নবজাতক বিক্রি
প্রকাশিতঃ ০২ মে, ২০২৪
জেলা প্রতিনিধি,যশোরের ঝিকরগাছায় ক্লিনিকের খরচ মেটাতে কন্যা সন্তান বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার গদখালি ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ এপ্রিল) পৌর সদরের সালেহা ক্লিনিকে এ ঘটনা ঘটে।
নবজাতক বিক্রিতে সহায়তা করেন গদখালী ইউনিয়নের পটুয়া পাড়া গ্রামের বুলুর স্ত্রী শিরিনা খাতুন।
এ বিষয়ে সালেহা ক্লিনিকে গিয়ে সালেহা ক্লিনিকে ভুক্তভোগী মা বলেন, ‘আমার ২ মেয়ে ও ১ ছেলে আছে। এটা ছিল চতুর্থ সন্তান। সন্তান জন্মের আগে আমাকে ক্লিনিকে নিয়ে আসেন পাশের গ্রামের শিরিনা বেগম। সে আমাকে বলে সন্তানের নাড়িতে ঘাঁ হয়েছে।
আর টিউমার আছে। বাচ্চা নরমাল হবে না। সকাল ১০ টায় অপারেশনের পরই নবজাত দেখিয়ে সেটি শিরিনা নিয়ে গেছেন।’
অভিযুক্ত শিরিনা খাতুন বলেন, ‘আমরা গরীব মানুষ।
অপারেশনের টাকা নেই। তাই আমি আমার পরিচিত একজনের কাছে বাচ্চাটি দিয়ে দিয়ে ক্লিনিকের টাকা পরিশোধ করেছি।’
ক্লিনিকের মালিক শরিফুল ইসলাম বলেন, ‘এই রোগী সিজার করানোর জন্য শিরিনা ১২ হাজার টাকার চুক্তি করেন।’
এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল বলেন, এভাবে বাচ্চা কেনাবেচা করার কোনো নিয়ম নেই।