ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু
প্রকাশিতঃ ১৪ এপ্রিল, ২০২৪
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের ফজলুল হকের ছেলে আলম নিয়া (২৫), মোজপুর ইউনয়নের সম্পদপুর গ্রামের চুনু মিয়া (২০) ও একই গ্রামের আতিক মিয়ার ছেলে সম্রাট মিয়া (২০)।
এ ব্যাপারে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সেপটিকে ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
ওসি জানান, গুটমা গ্রামের মৃত আক্কল মিয়ার ছেলে আহাদ আলীর নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার তিন শ্রমিক। রোববার সকালেও তারা সেখানে কাজে যান। সকাল ১০টার দিকে তারা সেপটিক ট্যাংকের ভেতর নেমে আর ওঠেননি। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধারে অভিযান শুরু করে।