মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিতঃ ০৮ এপ্রিল, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা এলাকায় আব্দুল্লাহ ব্রিকসকে এ জরিমানা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুসা।

নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু মুসা জানান, উপজেলায় বিভিন্ন ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুপুরে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা এলাকায় আব্দুল্লাহ ব্রিকসকে লাইসেন্স নবায়ন না করা, কৃষি জমি থেকে মাটি কেটে ইট প্রস্তুতসহ বিভিন্ন ধরনের অসংগতি পাওয়া যায় ইট ভাটাটিতে। পরে বিভিন্ন ধরনের অসংগতির দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩, (সংশোধিত ২০১৯) অনুসারে আব্দুল্লাহ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।