মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু

প্রকাশিতঃ ২৭ মার্চ, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে।

এরা হচ্ছে বিদ্যাকুট পশ্চিম পাড়ার ব্যাপারী বাড়ির সামির হোসেনের মেয়ে সিজামনি (৬)। সে বিদ্যাকুট পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বুধবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তাকিয়া ও সিজামনি কচুরিপানা আনতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজ করেও তাদের পাওয়া যায় না। একপর্যায়ে দুপুরের দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।